রামপালে ইউএন ও ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

0
120

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ রামপালে ইউএন’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী। উপজেলার কুমলাই গ্রামের জনৈক জলিল ফকির তার ১৩ বছরের কিশোরী কন্যাকে বাল্য বিবাহ দেয়ার জন্য আয়োজন করেছিলেন। খবর পেয়ে বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ দ্রুত সেই বাড়ীতে যান। তিনি সেখানে বসেই তাৎক্ষনিকভাবে বিষয়টি ইউএনও কবির হোসেনকে জানান।  তখন ইউএনও এই বিয়ের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেন । এরপর চেয়ারম্যান বিয়ে বন্ধ করে দিলে ওই পরিবার রান্নাবান্না বন্ধ করে সাজসজ্জাও খুলে ফেলেন। রামপাল ইউএনও মোঃ কবীর হোসেন জানান, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ তাকে রবিবার বাল্য বিবাহের খবর জানায়।

এরপর তিনি তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন। চেয়ারম্যানের নির্দেশেই তারা বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন। বাল্য বিবাহ বন্ধে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে, সম্পূর্ণ দন্ডনীয় অপরাধ। তাদেরকে মানা করার পর বিয়ে থেকে বিরত থাকে তাদের আর কোন জেল জরিমানা করা হয়নি।