আহত ফিলিস্তিনিদের জন্য অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিসর

0
227

ইসরাইলি হামলায় আহত ফিলিস্তিনিদের জন্য গাজায় ১০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিসর। রক্তক্ষয়ী সংঘর্ষের ৫ম দিনে গাজার রাফাহ শহরে ৫টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিসর। পরে আরো ৫টি পাঠানো হয়। এছাড়া, আহতদের চিকিৎসা দিতে মিসরীয় ৩টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, টানা ষষ্ঠ দিনের মতো ইসরাইলি হামলায় এ পর্যন্ত ১৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শনিবার ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে এক পরিবারের ১০ সদস্য রয়েছে। যাদের আটজন শিশু ও দুইজন নারী।

অপরদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ৯ জন ইসরাইলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য রয়েছে।