ভারতে চলে এল রাশিয়ার টিকা ‘স্পুটনিক-ভি’, দাম কত?

0
77

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারতে চলে এল রাশিয়ার টিকা ‘স্পুটনিক-ভি’। আগামী সপ্তাহ থেকেই ভারতের বাজারে পাওয়া যাবে এই টিকা। কিন্তু কত হবে এর দাম?

ভারতে ‘স্পুটনিক-ভি’ উৎপাদনের বরাত পাওয়া ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ জানিয়েছে, আপাতত আমদানি করা টিকার দাম ঠিক করা হয়েছে ৯৯৫.৪০ রুপি। পরে ভারতে উৎপাদন শুরু হলে এর দাম কমলেও কমতে পারে।

ভারতে তৈরি অন্য দুই করোনার টিকা কোভিশিল্ড এবং কোভ্যক্সিন ছাড়া এই মুহূর্তে দেশটির বাজারে বিক্রির ছাড়পত্র দেওয়া হয়েছে রাশিয়ার তৈরি এই টিকাকেই। করোনা প্রতিরোধে ৯১. ৬ শতাংশ কার্যকারিতাসম্পন্ন টিকা ‘স্পুটনিক-ভি’ এর দাম কোভিশিল্ডের থেকে বেশি হলেও কোভ্যাক্সিনের তূলনায় কমই থাকছে। যদিও ভারতে এই টিকার উৎপাদনের বরাত পাওয়া বেসরকারি সংস্থা ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ জানিয়েছে, ভারতে টিকাটির উৎপাদন শুরু হলে স্পুটনিক-ভি এর দাম কিছুটা কমতে পারে। সূত্র: আনন্দবাজার