আজও খোলা ব্যাংক-পুঁজিবাজার

0
83

করোনা পরিস্থিতি মোকাবেলায় ঈদের ছুটি একদিন পিছিয়ে দেওয়ায় আজ বুধবার (১২ মে) দেশের সব ব্যাংক খোলা রয়েছে। ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারও খোলা থাকবে। স্বাভাবিক রুটিন অনুসারেই চলবে সকল লেনদেন।

বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সাধারণত ২৯ রমজান থেকে ঈদ-উল-ফিতরের সরকারি ছুটি শুরু হয়। আজ বুধবার ২৯ রমজান। সে হিসেবে আজ থেকেই ছুটি শুরু হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতির অবনতি ঠেকানোর লক্ষ্যে গ্রামমুখী মানুষের স্রোতে কিছুটা লাগাম পরাতে এবার ২৯ রমজানে সরকারি অফিস খোলা রাখা হয়েছে। যদি ২৯ রোজার পর দিন ঈদ হয়েই যায়, তাহলে দীর্ঘদিনের রীতির ব্যতিক্রম ঘটিয়ে ঈদের ছুটি হবে মাত্র ২ দিন।

বর্তমানে ব্যাংকগুলোতে এখন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত লেনদেন হচ্ছে। শেয়ারবাজারে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। আজ বুধবারও একই সময়সূচী মেনে লেনদেন হবে ব্যাংক ও পুঁজিবাজারে।