রাণীশংকৈলে আলী আকবর প্রতিবন্ধী স্কুলে ঈদ উপহার বিতরণ

0
87

সফিকুল ইসলাম শিল্পী , রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার( সেমাই,চিনি ও দুধ) বিতরণ করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা-পরিচালক সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটার পক্ষ থেকে এ উপহার সামগ্রী দেয়া হয়।

এ উপলক্ষে ১১ মে মঙ্গলবার ঐ স্কুল চত্বরে স্কুল সভাপতি অধ্যাপক সাংবাদিক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলর ইসাহাক আলি শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এ ছাড়াও অনুষ্ঠানে স্কুল কমিটির সদস্য ডা: তাজুল ইসলাম হাবলু, প্রেসক্লাব সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, প্রধান শিক্ষক রাকিব হাসানসহ শিক্ষক-শিক্ষিকা

ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে প্রতিবন্ধিদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সুদৃষ্টির কথা উল্লেখ করেন। এই সাথে তিনি স্কুল প্রতিষ্ঠাতা সাবেক সংসদ
সদস্য সেলিনা জাহান লিটার এ সেবা কার্যক্রমের প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে করোনাকালে স্বাস্থবিধি মেনে ঈদ পালন করার আহবান জানান। প্রসঙ্গত, প্রায় তিন শত শিক্ষার্থির মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।