ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে: অ্যারোস্পেস কমান্ডার

0
92

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হয়েছে।

তিনি রোববার খাতামুল আম্বিয়া (স.) বিমান প্রতিরক্ষা ঘাঁটির নয়া কমান্ডারের পরিচিতিমূলক অনুষ্ঠানে এ কথা বলেন।

হাজিজাদেহ আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেক্ট্রনিক যুদ্ধ সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ব্যাপক গবেষণা চালানো হয়েছে। এসব গবেষণা ও প্রচেষ্টার ফল হাতে এসেছে এরইমধ্যে এবং আমরা এখন এসব সরঞ্জাম ব্যবহার করছি।

তিনি বলেন, এসব ব্যবস্থা পরিচালনার জন্য একেবারে নিখুঁত কমান্ডিং ও কন্ট্রোলিং ব্যবস্থার প্রয়োজন হয়। এটা এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর সর্বমুখী প্রবেশকে ঠেকিয়ে দেয়। বর্তমানে সব ধাপ পেরিয়ে এসব কিছু পূর্ণতা পেয়েছে।

হাজিজাদেহ বলেন, ইরানের খাতামুল আম্বিয়া (স.) বিমান প্রতিরক্ষা ঘাঁটি হচ্ছে সেনাবাহিনী ও আইআরজিসি উভয়ের ঘাঁটি। দুই বাহিনীর লোকজন মিলেই তা পরিচালনা করে। উভয় বাহিনীর লোকদেরকে পারস্পরিক সহযেগিতার মাধ্যমে আমাদের ব্যাপক সংখ্যক রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে হবে। পার্সটুডে