নৌ দুর্ঘটনা: স্পিডবোট মালিক গ্রেফতার

0
92

মাদারীপুরের শিবচরে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় স্পিডবোটের মালিক চান্দু মোল্লাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। রোববার (৯ মে) ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি স্পিডবোটের মালিক চান্দুকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ বিকেলে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৩ মে মাদারীপুরের শিবচরে কাঁঠালবাড়ি ঘাট এলাকায় নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডে ধাক্কা লেগে স্পিডবোটের ২৬ যাত্রী নিহত হয়। এ ঘটনায় ওইদিন রাতে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেন।

মামলায় স্পিডবোটের চালক শাহ আলম, মালিক চান্দু মোল্লা ও রেজাউল এবং বোটের ইজারাদার শাহ আলমকে আসামি করা হয়।

মামলার প্রধান আসামি স্পিডবোটের চালক শাহ আলমকে ঘটনার পরপরেই আহত অবস্থায় গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।