রাজধানীতে মানব পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার, ১৩ ভিকটিম উদ্ধার

0
346

এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের তিন সদস্য গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ মোঃ জাফর ইকবল (৪৫), মোঃ বিল্লাল হোসেন (৩৮), নাছির উদ্দিন (৩৫)।
এসময় তাদের নিকট থেকে ১৯ টি মোবাইল ফোন ও নগদ- নয় হাজার সাতশত সতের টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব-১০ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) মাহফুজুর রহমান বিপিএম আজ বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, র‌্যাব-১০ এর এএসপি মিডিয়া এনায়েত কবীর সোয়েব আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত ১২ টা ৫ মিনিটের সময় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ জন ভিকটিমসহ মানব পাচারকারী চক্রের তিন জন সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ মোঃ জাফর ইকবল (৪৫), মোঃ বিল্লাল হোসেন (৩৮), নাছির উদ্দিন (৩৫)।
এসময় তাদের নিকট থেকে ১৯ টি মোবাইল ফোন ও নগদ- নয় হাজার সাতশত সতের টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য।

তারা বেশ কিছুদিন যাবত পরস্পর যোগসাজসে সংঘবদ্ধভাবে ও প্রতারনামূলকভাবে অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সের নারী ও শিশুদের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল বলে জানা যায়।

এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।