স্বেচ্ছায় রক্তদান করলেন আখাউড়ার জাহাঙ্গীর আলম বেপারী

0
211

কাজী শফিকুল ইসলাম(শিপন), ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি: দীর্ঘ দিন যাবত B+( বি পজেটিব) রক্তের অভাবে ভোগা এক নারীকে স্বেচ্ছায় রক্তদান করলেন আখাউড়ার জাহাঙ্গীর আলম বেপারী। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মৃত আবদুর রউফ বেপারীর ছেলে।

জাহাঙ্গীর আলম বেপারী বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক বিবেচনা করে তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। রক্তদানের মত মহৎ উদ্দেশ্যে অসহায় মানুষের পাশে দাড়াতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, সুস্বাস্থ্যের অধিকারী সব মানুষই স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন।

উল্লেখ্য, দেহের ওজনের বিবেচনায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে গড়পড়তা পাঁচ লিটার রক্ত থাকে। প্রতিবার রক্তদানের সেশনে ৫০০ মিলিলিটার করে রক্ত নেয়া হয়।

রক্তদানের পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন রক্ত তৈরি হয়ে সেই ঘাটতি পূরণ করে।