ভোরে স্বস্তির বৃষ্টি

0
143

রাজধানীতে আজ বৃহস্পতিবার (৬ মে) ভোর ৬টার দিকে হালকা বৃষ্টি হয়েছে। এতে শীতল হয়েছে পরিবেশ।

এদিকে বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখানোর জন্য বলা হয়েছে। বুধবার (৫ মে) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে এই সতর্ক বার্তা দেয়া হয়।

জানানো হয়েছে, কোনও কোনও এলাকায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ের আভাস থাকার জন্য কোনো কোনো অঞ্চলে দুই নম্বর, কোথাও এক নম্বর সতর্ক সংকেত দেখানোর জন্যও বলা হয়েছে। বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।