সাংবাদিক বেলালের মায়ের ইন্তেকাল

0
80

মামুনুর রহমান,পাবনা: আমরা গভীর দু:খের সাথে জানাচ্ছি যে, পাবনা জেলার চাটমোহর উপজেলার ব্যবসায়ী সমিতির সভাপতি ও চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং চাটমোহর থেকে প্রকাশিত সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কে. এম. বেলাল হোসেন স্বপনের মা জাহানারা বেগম প্রায় ১ বছর বার্ধক্য জনিত কারণে শয্যাগত থাকা অবস্হায়  শনিবার ১লা মে সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৭৪ বছব।

তিনি ২ ছেলে ও ১ মেয়ে, আত্নীয়-স্বজন ও প্রচুর গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা নামাজ আগামীকাল ২ মে রবিবার সকাল ১০টায় হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। সাংবাদিক বেলালের মা জাহানারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাটমোহর প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক সঞ্জিত সাহা কিংসুক, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক শেখ সালাউদ্দিন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন বাবু সহ সাংবাদিক ও কর্মকর্তারা। তারা মরহুমার আত্মার মাফফেরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু তায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেছেন।