রাজারহাটে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার,অপহরনকারী গ্রেফতার

0
94

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাটে দশম শ্রেণীর স্কুল ছাত্রী অপহরনের আড়াই মাস পর বগুড়ার আদমদীঘির মুড়ইল এলাকা থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ মামলার প্রধান আসামী এবং অপহরনকারীকেও গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

জানা গেছে,গত ১৬ ফেব্রুয়ারী উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া গ্রামের আব্দুস ছালামের পুত্র মামুন মিয়া (১৯) একই গ্রামের শ্যামাপদ শীলের দশম শ্রেণী পড়–য়া কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে অপহরন করে নিয়ে যায়। এঘটনায় গত ২৪ ফেব্রুয়ারী অপহৃতার পিতা শ্যামাপদ শীল বাদী হয়ে রাজারহাট থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।

দীর্ঘ আড়াই মাস পর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে রাজারহাট থানার এস আই বেলাল হোসেন এর নেতৃত্বে,এস আই শরিফ উদ্দিন শেখ ও এস আই সঞ্জিত কুমার সহ একদল পুলিশ আদমদীঘি উপজেলার মুড়ইল এলাকার একটি বাড়ি থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় অপহৃতা মেয়েটিকে উদ্ধার করে। এসময় অপহরনকারীকে গ্রেফতার করে পুলিশ।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অপহৃতা এবং আসামীকে আদালতে প্রেরন করা হবে।