দিনাজপুরে বোরো ধান- চাল সংগ্রহ শুরু

0
202

শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ সকাল সাড়ে ১১টায় দিনাজপুরে অভ্যন্তরীন বোরো ধান- চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

দিনাজপুর জেলা খাদ্য বিভাগের আয়োজনে জেলা সিএসডি কেন্দ্রে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সঙ্গে ভিডিও কসফারেন্সের মাধ্যমে খাদ্রমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভউদ্ধোধন করেন। এসময় জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন ,জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকতারা উপস্তিত ছিলেন।

উদ্বোধনী দিনে আস্করপুর ইউনিয়নের কৃষক ওবায়দুর রহমানের কাছ থেকে ১ টন ধান সংগ্রহ করে সরকার।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছে দিনাজপুরের ১৩ উপজেলা থেকে এবার ২১ হাজার ৬৪ মেট্রিক টন ধান কিনবে কৃষকদের কাছ থেকে। সংগ্রহ অভিযান উদ্ধোধন হলেও দিনাজপুরে ১% ধান কাটামাড়াই শুরু হয়েছে।