গোপালপুরে গ্রামে গ্রামে মাস্ক বিতরণ কর্মসূচি

0
110

মো.নূর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মহামারী করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে টাঙ্গাইলের গোপালপুরে ফেসবুক ভিক্তিক সংগঠন ‘আমরা গোপালপুরবাসী’ গ্রুপের উদ্দোগে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নগদাশিমলা এলাকায় জনসচেতনতামূলক প্রচারণাসহ মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা।

পরে গ্রুপের এডমিন ও ভলান্টিয়ারগণ এ কর্মসূচির প্রথম দিনে উপজেলার নগদাশিমলা ও হাদিরা ইউনিয়নের গোয়ালবাড়ি, পলশিয়া, রামদেবপুর, আজগড়া, মাকুল্লা গ্রামসহ প্রায় দশ গ্রামবাসীর মধ্যে দুই হাজার মাস্ক বিতরণ করেন।

বিতরণকালে গ্রুপ এডমিন আতাউর মিতুল, বিশ্বজিৎ চক্রবর্তী, মুহাম্মদ সাইফুল ইসলাম, আনজু আনোয়ারা ময়না, আল আমিন শোভন, আসাদুল হক মাসুম, কে এম মিঠু, রতন ঘটক ও সাংবাদিক রুবেল আহম্মেদ উপস্থিত ছিলেন।

গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এ গ্রুপের উদ্দোগে পর্যায়ক্রমে উপজেলার ইউনিয়ন পর্যায়ের গ্রামে গ্রামে দশ হাজার মাস্ক বিতরণ করা হবে।