ধামরাইয়ে কারখানার বাসে অতিরিক্ত শ্রমিক বহন করায় দায়ে অর্থদণ্ড প্রদান

0
101

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে স্বাস্হ্য বিধি না মানার কারণে ও সরকারি নির্দেশনা অমান্য করে গাদাগাদি করে অতিরিক্ত শ্রমিক পরিবহন করায় প্রতিক সিরামিক ও গ্রাফিক্স ট্রেক্সটাইল প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। এ’ সময় জনসচেতনতার জন্য পথচারীদের মাঝে মাস্ক বিতরন করা হয় প্রাশাসনের পক্ষ থেকে।

শুক্রবার (২৩এপ্রিল)দুপুরে প্রতিক সিরামিক ও গ্রাফিক্স ট্রেক্সটাইল কারখানার বাসে অতিরিক্ত শ্রমিক বহন করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্তরা হালদার।

এ’সময় ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার বলেন – সরকার ঘরের বাহিরে মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে। তাই ঘরের বাহিরে মানুষের মাস্ক পড়া নিশ্চিত করতে এ’অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে প্রতিক সিরামিক ও গ্রাফিক্স ট্রেক্সটাইল কারখানার বাসে অতিরিক্ত শ্রমিক বহন করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা করে মোট চল্লিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। এ’অভিযান অব্যাহত থাকবে।