হে বন্ধু!

0
114

হে বন্ধু

লেখক :ওমর ফারুক

হে বন্ধু
আজ জমায়েত হয়ে দাঁড়িয়ে আছি
তোমার প্রতিক্ষায়
যাহাই কহিবে করিব তাহাই
দ্রুতই নির্দ্বিধায়
আমরা আজিকে মানুষ হতে তোমারই প্রতিক্ষায়।

বন্ধু শোন
‘মুনাফেকি হাল’ চিনিয়াছি আজ
মানুষেরা সহজমানুষ হবে
দ্বন্দ্ব নেইকো কোন।

শান্তিপূর্ণ সমাজ হলে
বিভেদ রইবে কেন?

বন্ধু গো
হতে হবে প্রকাশ নেই অবকাশ
মানবতা আজ কাঁদে
সব জীবে আজ কাঁদে
খোদার রাজ্যে খোদার নিয়ম
নিষ্ঠ হবে তবে
প্রকাশিত হবে যবে।

বহুবার এসে বহু নামে ধামে
বিগলিত প্রাণে ডেকে জনে জনে
কহিলে এ রাজ্য খোদার রাজ্য
তোমার করিছ কেন
শোনে কি তারা!শোনেনি তারা
বন্দী যারা।

বন্ধু
এ বাঁধন শক্ত বাঁধন
মুনাফেকি গিটে বাঁধা
বিপ্লব বিনে ছুটিবে না গিট
এজিদের হাতে ধরা।

এ ধরা বদল করিতে বন্ধু
যত রক্ত লাগে দিব
যত প্রাণ লাগে তত প্রাণ দিব
তবুও বদলা নিব।

মুক্তির পথ শান্তি আনিতে
প্রকাশিত হও প্রভু
জনে জনে প্রাণে শান্তির বানে
ভরিয়া উঠুক শুধু।