নান্দাইলে পানির হাউজ বিস্ফোরণে শশুর ও পুত্রবধূর মৃত্যু, চিকিৎসাধীন ২ শিশু

0
105

এইচএম সাইফুল্লাহ,নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের মধ্যবাশঁহাটি গ্রামে পানির হাউজের অতিরিক্ত চাপে বিস্ফোরিত হয়ে শশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো দুই শিশু আহত হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে আব্দুর রহমান (৭০) এর বাড়িতে সপ্তাহ খানেক আগে নির্মিত পানির নতুন হাউজ কাঁচা অবস্থায় পানি উঠিয়ে ভরাট করে কাজ করছিলো। শুক্রবার দূপুরে পানির অতিরিক্ত চাপে হাউজের চারটি দেয়াল ছিটকে পড়লে দেয়ালের চাপে পড়ে হাউজের পাশে থাকা আব্দুর রহমানের পুত্রবধু সাউদা আক্তার (২০) ঘটনাস্থলেই নিহত হন এবং আব্দুর রহমান সহ তার পরিবারের আরো দুই শিশু রাব্বি (১২) ও রুহান (৮) মারাত্মক ভাবে আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আব্দুর রহমানও মারা যান।

আহত রাব্বী ও রুহান নামের শিশু দুইজন ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।