লক ডাউন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে খুলনা মেট্রোপলিটন পুলিশ

0
90
smart

আহছানুল আমীন জর্জ, খুলনা : মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় খুলনাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন। খুলনা মেট্টোপলিটন পুলিশ সরকার নির্দেশিত এই কঠোর লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠ পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। খুলনা মহানগরীর প্রবেশদ্বারসহ বিভিন্ন স্থানে সর্বমোট ২৬ টি চেকপোস্ট বসিয়ে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। চলমান লকডাউন কার্যক্রমে কেএমপি’র ৮ (আট) টি থানা এলাকায় গত ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত আটককৃত ইজিবাইক ৫৭৯ টি, মাহিন্দ্রা ৩৪ টি, রিক্সা ৬১ টি, মোটরসাইকেল ৪৪ টি, সিএনজি ০৬ টি, অন্যান্য ৩২ টি, মোট জব্দকৃত গাড়ী ৭৫৬ টি এবং এ সংক্রান্তে মামলা ১৬১ টি।

গত ৮ (আট) দিনে মাস্ক পরিধান না করা, স্বাস্থ্যবিধি মেনে না চলা এবং অপ্রয়োজনে বাহিরে বের হয়ে ঘোরাঘুরি করার অপরাধে কেএমপি’র বিভিন্ন থানার সহোযোগিতায় ভ্রাম্যমান আদালত ও ট্রাফিক পুলিশের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে ৩০৪ টি এবং ৩৩৫ জন ব্যক্তিকে ২,০৪৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, লকডাউন কার্যকর করতে কেএমপি’র ১০ টি মোবাইল টিম, গোয়েন্দা পুলিশের ০২ টি টিম, থানা, ফাঁড়ি এবং ট্রাফিক পুলিশের সদস্যগণ ২৪ ঘন্টা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে খুলনা মহানগরী এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের, মানবিকতা, ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) সিটি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার এবং কেএমপি’র মুখপাত্র ( এডিসি, সিটিএসবি এ্যান্ড মিডিয়া ) মোঃ জাহাংগীর আলম ২২ এপ্রিল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে তরঙ্গ নিউজকে উউপরোল্লিখিত তথ্য নিশ্চিত করেন ।