পাহাড়পুর-ভাওড়া সড়ক; সংবাদ প্রকাশের পর সড়ক উন্নয়নের কাজ শুরু

0
95

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল তরঙ্গ নিউজে সংবাদ প্রকাশের পর অবশেষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাহাড়পুর-ভাওড়া ৮ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। বুধবার (২১এপ্রিল) দুপুরে কাজ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান। এতে স্থানীয়দের মধ্যে স্বস্থি ফিরে আসতে শুরু করেছে।

গেলো সোমবার (১৯ এপ্রিল) তরঙ্গ নিউজ অনলাইন পত্রিকায়“টাঙ্গাইলে পাহাড়পুর-ভাওড়া সড়ক; ৮ কিলোমিটারে লাখো মানুষের দুর্ভোগ” এই শিরোনামে জনদুর্ভোগের একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটি সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নজরে আসলে ১দিন পরই উক্ত সড়ক উন্নয়নের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স অবনি এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব হেকমত আলী তরঙ্গ নিউজের এই প্রতিবেদককে বলেন, আমরা কাজটি দ্রুত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছি। আশা করা যাচ্ছে আগামী জুন মাসেই সড়কটির শতভাগ কাজ সম্পন্ন হবে।