ঈশ্বরগঞ্জে রমজানের ফ্রি হাট, লাগে না টাকাকড়ি, হয়না দর-কষাকষি

0
111

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তির বন্ধন ফাউন্ডেশন প্রতিবছরের ন্যায় এবারও রমজানের ফ্রি হাট বসিয়েছে। করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে তাদের এই কর্মসূচি।

ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি ইউনিয়নের বনগাঁও এলাকায় ব্যাতিক্রমি এ হাটের আয়োজন করা হয় প্রতি রমজানে তথা প্রতি উৎসবে।

ব্যাতিক্রমি এ হাটে দুঃস্থ অসহায় মানুষ মাঝে মিষ্টি লাউ, আলু, পিয়াজ, মাছ, কাঁচা মরিচ, টমেটো, খেজুর, মুড়ি বিতরণ করা হয়।

এর আগে ১৪ এপ্রিল স্বাস্থ্যবিধি মেনে ফ্রি হাট কর্মসূচীর ভার্চুয়ালী উদ্বোধন করেন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তাসমিমা হোসেন।

মুক্তির বন্ধন ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ শাখার সমন্বয়ক আজহারুল ইসলাম পলাশ বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে বিষ মুক্ত শাক সবজি ও মদিনা থেকে খেজুর সংগ্রহ করা হয়। এ ফ্রি হাটটি সপ্তাহে একদিন বসে। প্রতি হাটের দিন প্রায় দু’শ দুঃস্থ অসহায় মানুষ কে এক সপ্তাহের খাবার সামগ্রী দিয়ে সহায়তা করার চেষ্টা করি।