১৬ দিনে পলাশবাড়ীতে ৬৮ মামলায় ৪২ হাজার টাকা জরিমানা

0
91

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের লকডাউনের ৫ থেকে ২০ এপ্রিল ১৬ দিনে গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৮ মামলায় ৪২ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলার সর্বত্র সার্বজনীন জনস্বার্থে জনসচেতনাসহ যথাযথ সরকারি স্বাস্থবিধি নির্দেশনা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের কঠোর নজর দারির ধারাবাহিকতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

পৌরশহর ছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা,মুখে মাস্ক না পড়া এবং সরকারি স্বাস্থবিধি অনুসরণ না করার অপরাধে ভ্রাম্যমান আদালত পৃথক ৬৮ মামলায় ৪২ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়ন-এর নেতৃত্বে অভিযানকালে থানা পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্বপালন করেন।