কৃষি উৎপাদন বাড়ানোর কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

0
83
ছবিঃ সংগৃহীত

কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরকার কৃষি অর্থনীতি ও শিল্পকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, উৎপাদিত পণ্য বাজারজাত ও রফতানির পরিবেশ সুগম করতেও কৃষিবান্ধব পরিবেশ তৈরির চেষ্টা চালানো হচ্ছে।

সোমবার (১৮ এপ্রিল) আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভিডিও ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মহামারি প্রতিরোধে সরকারের দেয়া বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে কৃষিকে আমারা গুরুত্ব দিচ্ছি। এবং কৃষি ভিত্তিক অর্থনীতি আমাদের এগিয়ে নিয়ে যাবে। কৃষি-অর্থনীতির সঙ্গে সঙ্গে শিল্পের দিকেও বিশেষ নজর দিয়েছি।

সরকার প্রধান বলেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, যেখানে বেশি জনসমাগম সেখানে না যাওয়া, দূরত্ব বজায় রেখে চলতে হবে। এবং আমারা যে স্বাস্থ্যসুরক্ষার নির্দেশনা দিয়েছি। অবশ্যই সেই নির্দেশনাগুলো মেনে নিয়ে নিজেকে সুরক্ষিত রাখুন।