৩ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করল হংকং

0
99
ফাইল ছবি

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতের সঙ্গে বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করলো হংকং। মঙ্গলবার (২০ এপ্রিল) থেকে ৩ মে পর্যন্ত এ পরিষেবা বন্ধ থাকবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, চলতি মাসে ভারত থেকে হংকং যাওয়া ভিস্তারার দু’টি বিমানে ৫০ জন যাত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়েছে। হংকংয়ের নিয়ম অনুযায়ী, সে দেশে অন্য কোনো দেশ থেকে যাত্রীরা আসার সময় তাদের করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে আসা বাধ্যতামূলক। যাত্রার অন্তত ৭২ ঘণ্টা আগে আরটি পিসিআর পরীক্ষা করিয়ে এ রিপোর্ট আনতে হয়। কিন্তু তারপরেও বিমানবন্দরে নামার পরে নমুনা পরীক্ষায় ৫০ জন যাত্রীর শরীরে সংক্রমণ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

এর আগে হংকং সরকার জানিয়েছিলো, ২ মে পর্যন্ত মুম্বাই থেকে বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া ৬ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দিল্লির সঙ্গেও বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করে হংকং। অবশ্য শুধুমাত্র ভারত নয়। পাকিস্তান ও ফিলিপিন্সের সঙ্গেও বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করেছে হংকং।