গাজায় ইসরায়েলি বিমান হামলা

0
79

ইসরায়লের সামরিক বাহিনী শনিবার গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে। গাজা থেকে চালানো রকেট হামলার জবাবে ইসরায়েল এ হামলা চালায়।

In response to the rocket fired from Gaza at Israel earlier tonight, our forces just struck Hamas terror targets including a training facility, an anti-aircraft missile launcher post, a concrete production plant & terror tunnel infrastructure.

— Israel Defense Forces (@IDF) April 16, 2021

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা গাজার ক্ষমতাসীন দল হামাসের ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে হামাসের প্রশিক্ষণ কেন্দ্র ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র।

এর আগে শুক্রবার রাতে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপ করা হয়। এ রকেট নিক্ষেপের দায় গাজার কোন গ্রুপই স্বীকার করেনি।হামাস ২০০৭ সালে গাজার দায়িত্ব নেয়ার পর ইসরায়েল এ অঞ্চলের সাথে নৌ ও স্থল সীমান্ত বন্ধ করে রেখেছে।ইসরায়েল ও হামাসের মধ্যে এ পর্যন্ত তিনদফা যুদ্ধ সংঘটিত হয়।