রাজধানীতে এলাকা ভিত্তিক ফ্রি অক্সিজেন সেবা শুরু করেছে যে সংগঠনটি

0
195

করোনাভাইরাস যতোই মাথাচাড়া দিচ্ছে শ্বাসকষ্টের রোগীর সংখ্যাও ততোই বাড়ছে। শ্বাসকষ্টের রোগীদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়েছে অক্সিজেন। তবে অক্সিজেন সংকটে প্রতিদিনই মারা যাচ্ছে কেউ না কেউ। অক্সিজেনের এমন সংকট দেখে শ্বাসকষ্টের রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন ‘সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ নামক সেবামূলক সংগঠন।

গত মঙ্গলবার (১৩ এপ্রিল ) থেকে রাজধানীতে শ্বাসকষ্টের রোগীদের জন্য বিনামূল্যে এ অক্সিজেন সেবা কার্যক্রম শুরু করেছেন সংগঠনটি।

ফ্রি অক্সিজেন সেবা পেতে যা করণীয়ঃ

১.অবস্থা জানাতে হবে (চিকিৎসকের প্রেসক্রিপশন ও রোগীর দৃশ্যমান উপসর্গ)।

২. রোগীর অক্সিজেন লেভেল কতো আছে তা জানাতে হবে (অক্সিমিটার দিয়ে মেপে)। রোগীর অবস্থা পর্যবেক্ষণ ও অক্সিজেনের প্রয়োজনীয়তা যাচাই করে, ডাক্তারের সম্মতি প্রকাশ করার পরই অক্সিজেন সিলিন্ডার প্রদানের ছাড়পত্র দেওয়া হবে।

৩. সিলিন্ডার আমাদের স্বেচ্ছাসেবীদের থেকে নিয়ে যেতে হবে। প্রয়োজন অনুসারে ৩-৫ দিন সিলিন্ডার বাসায় রাখা যাবে। এরপর নিজ দায়িত্বে আমাদের কাছে সিলিন্ডার জমা দিতে হবে। (রোগীর অবস্থা বিবেচনা করে সময় আরও বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে নতুন করে সিলিন্ডারের চাহিদাপত্র জমা দিতে হবে)।

৪.সিলিন্ডার নেওয়ার সময় সংগঠনের সদস্য ফরম পূরণ করতে হবে।

জরুরি অক্সিজেন সেবা প্রদানের লক্ষে এলাকা ভিত্তিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের নাম ও মোবাইল নাম্বার দেওয়া হলো।

তেজগাঁও, ফার্মগেট, কাওরানবাজার, রামপুরা, মহানগরপ্রজেক্ট এলাকায়ঃ

১. মোঃ নওফেল বিন ছিদ্দিকী – 01920947171

২. মোঃ আরিফুল ইসলাম – 01685779056

মানিকদী, ইসিবি চত্বর এলাকায়ঃ

১.ফাবলিহা চৌধুরী – 01849333404

২. সাবরিনা আফরিন সুহৃদা – 01793266565

আগারগাঁ ,তালতলা এলাকায়ঃ

১. মোঃ আল আমিন শান্ত – 01738528261

গাবতলী, কল্যাণপুর এলাকায়ঃ

১. মুবতাসিন ফুয়াদ–01672838982

মোঃপুর, আদাবর, শ্যামলী এলাকায়ঃ

১. মোঃ আকরাম হোসাইন – 01867151950

২. মোঃ মাসুদ রানা হীরা – 01717150250

৩. মোঃ জাকির হোসেন তালুকদার – 01976668444

৪. মোঃ শাহাদাত জুলাস – 01813083236

৫. মোঃ রিয়াজ খাঁন – 01854427115

শুক্রাবাদ, কলাবাগান, ধানমন্ডি এলাকায়ঃ

১. মোঃ নুর আলম – 01688952123

লালবাগ, আজিমপুর, পুরান ঢাকা এলাকায়ঃ

১. মোঃ মাহামুদ হোসাইন – 01673788516

২. মোঃ মানিক রিপন – 01744310069

এ ছাড়া সার্বক্ষণিক সেবার জন্য রয়েছে
হটলাইনঃ
01920947171
01867151950

সার্বিক তত্বাবধানে রয়েছেন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোঃ নওফেল বিন ছিদ্দিকী।

এমন উদ্যোগ নিয়ে জানতে চাইলে নওফেল বিন ছিদ্দিকী বলেন, দিনদিন ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। এসময় রোগীর জন্য হাসপাতালে সিট পাওয়া বা প্রয়োজনীয় মূহুর্তে অক্সিজেন পাওয়া ক্রমেই হয়ে উঠছে দুর্বিষহ।

বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি, চিকিৎসার সুযোগের অভাব, অর্থ সংকট ও সময়মতো অক্সিজেন সিলিন্ডারে ব্যাপক অপ্রতুলতা। প্রতিদিনকার নিউজে করোনা রোগীদের অক্সিজেনের হাহাকার, রোগীর স্বজনদের আত্মচিৎকার হয়ে উঠছে নিত্য নতুন ঘটনা। এ অবস্থা চিন্তা করে মানবতাবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বিনামূল্যে অক্সিজেন সেবা নিয়ে রোগীদের পাশে দাঁড়িয়েছে।

অসহায় রোগীদেরকে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে পাশে আছে‘সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর উদ্যোমী কর্মী বাহিনী। যাদের প্রয়োজন অর্থ অথচ এই অর্থ না থাকার কারনে আমরা অক্সিজেন সিলিন্ডার ক্রয় করতে পারছিনা, এবং মানুষের চাহিদা অনুযায়ী আমরা করোনা রোগীদের চাহিদা পূরুন করতে পারছিনা।

অতএব আমি সবার কাছে অনুরোধ করতে চাই, এই মহতী কার্যক্রমে আপনারাও অংশগ্রহন করতে পারেন আমাদের সাথে সরাসরি সেবা দিয়ে অথবা আর্থিকভাবে সহযোগিতা দিয়ে।

সহযোগিতা করার মাধ্যমঃ
বিকাশ পার্সোনালঃ01610947171
নগদ পার্সোনালঃ01610947171