করোনামুক্ত চিত্রনায়িকা মৌসুমী ও তার পরিবার

0
137

বেশ কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তার সঙ্গে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মৌসুমীপুত্র ফারিদন, পুত্রবধূ আয়েশা ও কন্যা ফাইজা। সম্প্রতি সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানালেন চিত্রনায়ক ওমর সানি।

এর আগে গতকাল ওমর সানী এক ফেসবুক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ প্রায় ১৩ দিন পর নিজের গৃহে প্রবেশ করলাম, আমার পরিবার কে আল্লাহ হেফাজত করছেন আপনার কাছে আমার সেজদা, রোজার উসিলায় এই মহামারী দূর করে দেন আল্লাহ।

গত ৩ এপ্রিল ওমর সানী ছাড়া তার পুরো পরিবার করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তারপর থেকে পরিবার থেকে আলাদা অবস্থান করছিলেন ওমর সানী।