শেরপুরের প্রবেশদ্বারে পুলিশের কড়াকড়ি চেকপোস্ট

0
74

এস.এম.আরফান আলী:শেরপুর জেলা প্রতিনিধি: মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ। সীমান্তবর্তী শেরপুরে জেলার প্রবেশদ্বার হচ্ছে নকলা উপজেলার গৌড়দ্বার এলাকায়।

সরকারের নির্দেশনা মোতাবেক লকডাউন কঠোর ভাবে কার্যকর করতেএখানে ট্রাফিক বিভাগ বসিয়েছেন কড়াকড়ি চেকপোস্ট। জরুরি সেবা, খাদ্য দ্রব্য পণ্যের যানবাহন ছাড়া সকল যানের প্রবেশ বন্ধ রয়েছে জেলায়। যেসব যানবাহন সরকারি নির্দেশনা না মেনে রাস্তায় বের হয়েছেন সেগুলোর বিরুদ্ধে হচ্ছে মামলা। অনেক যানবাহনকে ফেরতও যেতে হচ্ছে। শহরের মোড়ে মোড়ে মোতায়েন রয়েছে থানা পুলিশ।আজ ১৫ই এপ্রিল (বৃহস্পতিবার) সকালে মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারীচালিত অটো রিক্সা ছিল শহরে চোখে পড়ার মতন।

মাছ ও কাঁচা বাজার, মুরগীর বাজারে ছিল ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। কেউ মানছে না স্বাস্থ্যবিধি। তবে পশু হাটে ক্রেতা-বিক্রেতার তেমন উপস্থিতি লক্ষ্য করা যায় নি। সরকারি নির্দেশনা মানতে লকডাউন বাস্তবায়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে তৎপর থাকতে দেখা গিয়েছে।