করোনা সংক্রমণ রোধকল্পে ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্র উদ্বোধন

0
75

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে মানুষের প্রাণিজ প্রোটিনের চাহিদা নিশ্চিতকরণে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় ও মৎস্যজীবী লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা হ্যাচারী মালিকদের পরিচালনায় ভ্রাম্যমাণ মৎস্য বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, মৎস্যজীবী লীগের আহ্বায়ক তরিকুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম আলামিন প্রমুখ ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল জানান, করোনাকালীন সময়ে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে ও প্রান্তিক খামারীদেরকে লোকসানের হাত থেকে রক্ষা করতে উপজেলার উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।