আব্দুল মতিন খসরুর মৃত্যুতে বাংলাদেশ জাসদের শোক

0
83

দেশের প্রখ্যাত আইনজীবি, সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি, সাবেক আইন মন্ত্রী, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাংসদ আব্দুল মতিন খসরুর মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান।

নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, “জনাব আব্দুল মতিন খসরুর মৃত্যুতে দেশ একজন বরেন্য রাজনীতিবিদকে হারালো। এদেশের প্রগতিশীল সকল লড়াই সংগ্রামে আব্দুল মতিন খসরু ছিলেন একজন অগ্র সৈনিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের বিচার কার্যক্রমকে চালু করতে তাঁর ভূমিকা ছিল অবিস্মরনীয়।

একজন আইনজীবি নেতা হিসেবেও মানুষ তাকে অনেকদিন স্মরণ করবে। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

উল্লেখ্য আব্দুল মতিন খসরু করোনা আক্রান্ত হয়ে আজ চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪.৪৫মিঃ ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরন করেন।