ধামরাই উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা

0
94

“আজ পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। স্বাগত ১৪২৮ বঙ্গাব্দ সাংস্কৃতিক জাগরণের উৎসবের দিন। গতকাল সূর্যাস্তের সাথে সাথে মহাকালের গর্ভে চিরতরে হারিয়ে গেছে আরও একটি বছর। আজকে নতুন সূর্যোদয় ঘটেছে নতুন বছরের বার্তা নিয়ে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

ধামরাই উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ধামরাইবাসী সহ জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বের সবাইকে জানাই ১৪২৮ বঙ্গাব্দ এর শুভ নববর্ষের শুভেচ্ছা।

নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত, সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো, যাক ভেসে যাক জীর্ণ পুরাতন,
নতুনের আবাহনে জেগে উঠুক চারদিক।

নতুন বছরে এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ কাটিয়ে করোনামুক্ত বিশ্বে
নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবার আশায় সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

শুভেচ্ছান্তে- রনজিত কুমার পাল (বাবু)
সহ-সভাপতি, ধামরাই উপজেলা প্রেসক্লাব

ঢাকা জেলা প্রতিনিধি,
তরঙ্গ নিউজ –