আইপিএলে আজ মুখোমুখি ধোনি-ঋষভ পন্থ

0
103

আইপিএল ২০২১-এর অতি গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। তার আগে দেখে নেওয়া যাক, আইপিএলে মুখোমুখি সাক্ষাতে কোন দলের পাল্লা ভারী। চেন্নাই এবং দিল্লির গেম চেঞ্জার কারা, তাও দেখে নেওয়া যাক।

মুখোমুখি দুই দল মুখোমুখি দুই দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত আইপিএলে ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। ১৫ বার জিতেছে সিএসকে। ৮ বার জিতেছে দিল্লি।

গত দুই ম্যাচের সাক্ষাৎ গত দুই ম্যাচের সাক্ষাৎ ২০২০ সালের আইপিএলের প্রথম সাক্ষাতে চেন্নাই সুপার কিংসের ওপর প্রধান্য বিস্তার করেছিল দিল্লি ক্যাপিটালস। ৪৪ রানে ওই ম্যাচ জিতেছিল শ্রেয়স আইয়ার শিবির। ফিরতি ম্যাচে শিখর ধাওয়ানের দুর্দান্ত শতরানের সৌজন্যে ম্যাচ জিতেছিল রাজধানীর দল। ৫ উইকেটে ম্যাচ হেরেছিল এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।