খুলনায় কথিত ‘জিনের বাদশা’ গ্রেফতার

0
92

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : মোবাইল ফোনে জিনের বাদশা পরিচয়ে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে খুলনার অপরাধ তদন্ত বিভাগ ( ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ) (সিআইডি) ।

৮ এপ্রিল বৃহস্পতিবার খুলনা জেলার পাইকগাছা উপজেলার গোলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত প্রতারকের নাম আব্দুল্লাহ আল মামুন (৩০)। সে খুলনা জেলার পাইকগাছা উপজেলার নাকসা গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।

খুলনার সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান সাংবাদিকদের জানান, কথিত জিনের বাদশা আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন যাবত কখনো জিনের বাদশা, কখনো ফরেস্ট অফিসার, কখনো ভাইস চেয়ারম্যান সেজে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি আরও জানান, এক ভুক্তভোগীর কাছ থেকে ৪ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গত বছরের জুন মাসে খুলনার দিঘলিয়া থানায় আব্দুল্লাহ আল মামুন ওরফে জিনের বাদশা (৩০) নামে মামলা হয়। ওই মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করার পর প্রতারক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার প্রতারণার কথা স্বীকার করেছে।