ব্রাজিলে একদিনে রেকর্ড ৪২৪৯ জনের মৃত্যু

0
74

মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত ব্রাজিল। দেশটিতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক শনাক্ত ও মৃত্যুর সংবাদ আসছে। এবার ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেলো তারা। গতকাল বৃহস্পতিবার একদিনেই দেশটিতে ৪ হাজার ২৪৯ জনের প্রাণহানী ঘটেছে।

আজ শুক্রবার (৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্রাজিলের হাসপাতালগুলোতে বেডের সংকট দেখা দিয়েছে। রোগীদের জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় মহামারির এমন বিপর্যয়ের কারণে প্রেসিডেন্ট জাইর বলসোনারো সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে দেশটির সিনেট।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্যমতে, করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের মধ্যে এখন পর্যন্ত কোনো দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়ে যুক্তরাষ্ট্রে। এ সংখ্যাটা ৪ হাজার ৪০৫ জন। বৃহস্পতিবার ব্রাজিলের রেকর্ডটি তালিকায় এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছে। দেশটিতে ভাইরাসটির ভয়াবহতা ক্রমশ নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে।

ব্রাজিলের জাতীয় বেসরকারি হাসপাতাল সমিতির (এএনএএইচপি) এক গবেষণায় দেখা গেছে, বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার মতো পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিয়েছে। প্রতি চারটির মধ্যে তিনটি হাসপাতালেই এমন অবস্থা। মোট ৮৮টি হাসপাতালে এ জরিপ চালানো হয়েছে।

এদিকে, সিনেট প্রেসিডেন্ট রদ্রিগো পাচেকো জানান, মহামারি মোকাবিলায় ব্যর্থতার দায়ে প্রেসিডেন্ট জাইর বলসোনারো সরকারের বিরুদ্ধে তদন্ত করতে আগামী সপ্তাহে একটি কমিটি গঠন করা হবে। সর্বশেষ তথ্যমতে, ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩ লাখ ৪৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।