করোনা রোধে ব্যক্তিগত সচেতনতা বেশি প্রয়োজন : রেলমন্ত্রী

0
87

রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনাভাইরাস রোধে ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ে ২য় ধাপের করোনার টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে নিজে টিকা নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ তাদের নাগরিকদের জন্য করোনাভাইরাসের টিকার ব্যবস্থা করতে পারেনি, সেখানে আমাদের প্রধানমন্ত্রী দূরদর্শী পরিকল্পনায় টিকার ব্যবস্থা করেছেন। নিজে নিরাপদ থাকতে ও অপরকে নিরাপদে রাখতে এবং করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জেলার বাইরে থেকে আসা শ্রমজীবী মানুষদের নিজ দায়িত্বে বাসায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন এবং করোনাকালীন ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি।