দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন ভাটারা ইউপি বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল

0
78

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টারঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬ নং ভাটারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা,ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল আবারও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে মাঠে নেমেছেন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা।

গতকাল বুধবার (৭ এপ্রিল ) দুপুরে বকুলতলাস্হ জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন ও জমা দিয়েছেন ৬ নং ভাটারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল।জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি ও ইউনিয়ন পরিষদ নিবার্চনের মনোনয়নপত্র বিতরণ কমিটির আহ্বায়ক আশরাফ হোসেন তরফদার, পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফিক গেন্দা, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দেবব্রত নাগ মধু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, কোষাধ্যক্ষ এডভোকেট মোঃ আব্দুল্লাহ এর কাছ থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় আবেদন ফরম সংগ্রহ করেন ও জমা দিয়েছেন।তিনি অত্র ইউনিয়নের ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। পরে দলের নেতা-কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে আবেদনপত্র জমা দেন তিনি।মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হবার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসানের নির্দেশে তিনি ত্রাণ বিতরণ সহ দলীয় বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন।বিশেষ করে সরকারি ত্রাণ তৎপরতায় তিনি সরাসরি অংশ গ্রহন করেছেন।পাশাপাশি তিনি ব্যক্তিগত তহবিল থেকে কয়েক ধাপে ভাটারা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গরীব অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে অসহায় পরিবার হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী।