দিনাজপুরে লকডাউনে খেটে খাওয়া মানুষদের হাহাকার

0
77

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: সরকার ঘোষিত এক সপ্তাহে কোভিড-১৯ এর লকডাউনে সারা দেশের ন্যায় দিনাজপুরের ১৩টি উপজেলায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষদের হা হা কার।

অনেকের ঘরে নেই খাদ্য, জীবিকার তাগিদে কেউ এটি অটোরিক্সা কেউ বা ভ্যান ও রিক্সা চালিয়ে পরিবার পরিজন চালায় আবার কেউ হোটেল রেস্তরায় নানা রকম কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই কোভিড-১৯ এ লকডাউন এর করণে কেউ বাড়ী থেকে বের হতে পারছেনা।

তাদের জীবিকাও বন্ধ হয়ে যায়। কী করে চলবে তাদের জীবন জীবিকা? কে দেখবে তাদের? এ নিয়ে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত সোমবার থেকে লকডাউন শুরু হওয়ার পর প্রভাশালী ও বিত্তবানেরা তাদের দিন রীতিমত চলছে, তাদের কোন চিন্তা নেই। সরকারি ভাবে গরিব অসহায় মানুষেরা কোন সাহায্য পাচ্ছেনা।

দিনাজপুরের ১৩টি উপজেলায় সরকার কোভিড-১৯ ভাইরাস এর কারণে দোকান বন্ধ করে দিচ্ছেন। ফলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। মানুষ তাদের জীবিকা হারিয়েছে। গরীব ও আসহায় মানুষেরা সরকারের সাহায্য কামনা করেছেন।