ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০ ছাড়িয়েছে

0
143

ইন্দোনেশিয়া ও প্রতিবেশি দেশ পূর্ব তিমুরে গ্রীস্মমন্ডলীয় ঘূর্নিঝড়ের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে। এ প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণপূর্ব এশিয়ার এ দুই দেশে এখনো অনেক লোক নিখোঁজ রয়েছে। এতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, তারা পূর্ব তিমুরের কাছে একটি প্রত্যন্ত দ্বীপপুঞ্জে ১৩০ জনের প্রাণহানির খবর পেয়েছে। এদিকে পূর্ব তিমুরে সরকারিভাবে ২৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।-বাসস