আকাশে হঠাৎ কালো মেঘে মাগুরায় ঝড়ের তান্ডব

0
77

মতিন রহমান, মাগুরা থেকে : মাগুরায় হঠাৎ করে ঝড়ে তান্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার বিকালে হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে। এরপরই শুরু হয় বাতাসের প্রচন্ড বেগ। মেঘের সাথে হালকা বৃষ্টি। গরমকালে মাগুরার ৪ উপজেলাতেই এবছরে মৌসুমের শুরুতেই ঝড়ের এই ব্যাপক তান্ডব চলে। এই ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও জনমনে ভয় সৃষ্টি হয়। রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে আকাশে মেঘ জমে।

কিছুক্ষণের মধ্যেই ঝড়ের এই তান্ডব চলে প্রায় ২০-২৫ মিনিট। ঝড়ে ধানের জমিতে বড় ধরনের ক্ষতির মুখে কৃষক। একাধিক কৃষক জানান, ঝড়ে প্রচন্ড বাতাসের কারনে ধানের ক্ষতি হয়েছে। বাতাসের কারণে ধানে চিটা পড়ার সম্ভাবনা বেশি।

জানা গেছে মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় এই ঝড়ে তান্ডব চালিয়েছে। এতে ফসলি জমিসহ অনেক ক্ষতি হয়েছে। প্রচন্ডভাবে বাতাস হয়েছে তবে বাতাসের সাথে বৃষ্টি ছিলো কম। অনেকেই মনে করছেন বাতাসের সঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হলে আরো বেশি ক্ষয়ক্ষতির হতো বলে মনে করছেন অনেকে।