ঘাটাইলে বাল্য বিবাহ বন্ধে ওয়ার্ল্ড কনসার্নের কর্মশালা অনুষ্ঠিত

0
87

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি: বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ঘাটাইল শাখার বিবিসি-২ প্রকল্পের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ ও শিশুর সুরক্ষা বিষয়ক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সংস্থার শাখা কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের সভাপেিত্ব কর্মশালায় প্রধান অতিথী ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন। কর্মশালায় বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠের ঘাটাইল প্রতিনিধি নজরুল ইসলাম, সাধুটি নজীব উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বেসরকারি সংস্থা নির্মাণ সংগঠনের পরিচালক রেজাউল হক সিজার, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ঘাটাইল শাখার প্রোগ্রাম অফিসার জেমস্ সানি বৈরাগী প্রমূখ। কর্মশালায় ঘাটাইল উপজেলার সরকারী ও বেসরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক মন্ডলী ও সুশীল সমাজের ২০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন কর্মশালায় শেষে অংশগ্রহনকারীরা বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন।