ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় একজন নিহত

0
87

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বালু বোঝাই ট্রলির ধাক্কায় দিলদার রহমান (৬৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। বুধবার (৩১ শে মার্চ) সাড়ে ৪ টার দিকে উপজেলার রানীগঞ্জ নুরপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক ঘোড়াঘাট উপজেলার বুলাকিপুর ইউনিয়নের বেগুনবাড়ি গ্রামের মৃত নুর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভ্যান চালক দিলদার রহমান ঘোড়াঘাট উপজেলার নুনদহ ঘাট থেকে ভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে রানীগঞ্জ বাজারের নুরপুর চেয়ারম্যানের চাতালের সামনে পৌঁছিলে পেছন দিক থেকে আসা একটি দ্রæতগামী বালু বোঝাই ট্রলি ধাক্কা দিলে গুরুতর আহত হয়। এ সময় ট্রলির হেলপার ভ্যানযোগে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।