বইমেলার সময় কমল

0
83

করোনা মহামারির প্রকোপ বেড়ে যাওয়ায় কমানো হয়েছে অমর একুশে গ্রন্থমেলার সময়। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকত মেলার স্টলগুলো। কিন্তু বুধবার (৩১ মার্চ) থেকে মেলার নতুন সময় সূচি প্রকাশ করা হয়েছে।

আগে রাত ৮টা পর্যন্ত মেলা চললেও বুধবার (৩১ মার্চ) থেকে কমিয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত করা হয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি।

এবারের বই মেলার থিম ‘বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী’। প্রতি বছর ফেব্রুয়ারিতে মেলা শুরু হলেও করোনার কারণে এবার তা শুরু হয় ১৮ মার্চ। বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায় বসেছে এবারের বইমেলা।

জানা গেছে, ১৪ এপ্রিল পর্যন্ত চলবে অমর একুশে গ্রন্থমেলা ২০২১। করোনার কারণে শুরু থেকেই এবার থাকছে না শিশু প্রহর। আর মাস্ক ছাড়া মেলার প্রাঙ্গণে প্রবেশ নিষেধ করা হয়েছে।