মির্জাগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে উঠতে ইউএনও’র কাছে আকুতি হিরনের

0
122

মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর দেওয়া নিজের নামে বরাদ্দ হয়ে আসা ঘরটিতে উঠার জন্য ইউএনও’র কাছে আকুতি জানিয়েছেন হিরন। একই সাথে ঘরের জন্য চেয়ারম্যানকে দেওয়া নগদ ৩০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি জানান অসহায় হিরন আকন।

উপজেলার মাধবখালী গ্রামে তাহার বাড়ি। গত ২৮ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে এ আকুতি জানান তিনি।

অভিযোগে জানাযায়, সরকারি একটি ঘর পাওয়ার জন্য মাধবখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদারের সাথে আলাপ করলে সরকারি খরচ বাবদ হিরনের কাছে ৩০ হাজার দাবী করেন। কথামত চেয়ারম্যানকে টাকা দেন তিনি।তার পরে হঠাৎ একদিন ব্যাংকে একাউন্ট করে আর ও ৭০ হাজার টাকা চায় চেয়ারম্যান। টাকা না দেওয়া, তার নামে বরাদ্দকৃত ঘরটি একই বাড়ির আইয়ুব আকনদের জমিতে নির্মান করা হয়।সে ঘরটির দেওয়ালের নেইম-প্লেটে হিরনের নাম খোদাই করে লিপিবদ্ধ আছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কাগজপত্রে যার সত্যতা পাওয়া যাবে বলে অভিযোগ তার।এমনকী ঘরের জন্য দেওয়া ৩০ হাজার টাকা ফের চাইলে টাকা না দিয়ে উল্টো হিরনকে অকথ্য ভাষায় গালাগালী ও শারীরিকভাবে নির্যাতন করেন চেয়ারম্যান।

অভিযুক্ত মাধবখালী ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদার বলেন, অভিযোগের বিষয়ে আমার জানা নাই।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘরটি হিরনের নামেই বরাদ্দ হয়ে আসছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস জানান, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।