বান্দরবানে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0
108

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ ৩০ মার্চ মঙ্গলবার বিকাল ৩ টায় বান্দরবান বাজারস্থ ২নং গলিতে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে গত ২৬ শে মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে বায়তুল মোকাররমে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং মারমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা,
সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, সহ বিএনপি’র অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ।

উক্ত সমাবেশে বক্তারা বলেন-রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।এই সরকারের পদত্যাগ করতে হবে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য দাবি সরকার ভারত থেকে আদায় করতে পারছে না। সীমান্তে গুলি করে হত্যার কোনো বিচার হয় না। তাই সরকারের পদত্যাগ করতে হবে। অন্যথায় অতীতের স্বৈরাচার সরকারগুলোর মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি করেন জেলা বিএনপির মাম্যাচিং।