সুন্দরগঞ্জে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
148

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে তরুণ প্রজন্মকে স্বাধীন বা মুক্ত পেশার মাধ্যমে কর্মমুখী ও স্বাবলম্বী করতে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সিগনেচার মাইন্ড ইন্সটিটিউট’র আয়োজনে ফ্রিল্যান্সিং বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,”ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন বা মুক্ত পেশা। এর মাধ্যমে বেকার যুব সমাজ তাদের নিজেদের কর্মপ্রচেষ্টা ও সময়কে কাজে লাগিয়ে উপার্জন করতে পারে।” এতে হতাশা কাটিয়ে উঠে নেশা থেকেও মুক্তি পাবে তারা। তবে ওই ল্যাবে যাতে অনৈতিক কোন কর্মকান্ড না ঘটে সেদিকে সতর্ক থাকার জন্য আহবান জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি এম এ মাসুদ, জয়যাত্রা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম অবুঝ, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি শেখ মামুন উর-রশিদ, দৈনিক ডেল্টা টাইমস্ উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান জীবন, দৈনিক জবাবদিহি উপজেলা প্রতিনিধি এনামুল হক, লিয়ন ইসলাম রানা প্রমুখ।

আলোচনা শেষে ফ্রিল্যান্সিং এর ল্যাব উদ্বোধন করেন অতিথিরা। ভিডিও চিত্রের মাধ্যমে ফ্রিল্যান্সিং এর কার্যক্রম প্রদর্শন ও অনুষ্ঠান সঞ্চালন করেন সিনিয়র মার্কেটিং অফিসার ফয়সাল আহমেদ।