দিনাজপুরের খানসামায় ২ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি

0
134

চৌধুরী নুপুর নাহার তাজ ,নিজস্ব প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ২ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্তি হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যপী র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার খানসামা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন, পল্লী বিদ্যুৎ-১ এর ডিজিএম মিজানুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, ভাবকী ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল- কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন।

মেলায় উপজেলা পর্যায়ের ২৫টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ২৫টি স্টলের মাধ্যমে সরকারের গত ১২ বছরে ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরেছেন। ভার্চ্যুয়াল ভাবে এমপি আবুল হাসান মাহমুদ আলীর সাথে কথা বলেন সুবিধা ভুগীরা। কথা বলেন, খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সামসুদ্দোহা মুকুল সহ আরো অনেকে। ২৮ মার্চ বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন মেলা শেষ হয়।