টাঙ্গাইলে দুইদিন ব্যাপী উত্তরণ মেলা শুরু

0
92

টাঙ্গাইল প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে দুই দিনব্যাপী উত্তরণ মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে কালেক্টরেট মাঠে মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

“রুপকল্প ২০৪১; উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মো: আব্দুল ওয়াদুদ।

জেলা প্রশাসক ড. মো: আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ।

এসময় সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উপর প্রমান্যচিত্র, বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিডিওচিত্র প্রদর্শন, আলোচনা সভা, স্টলের মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।