নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান-রফিকুল ইসলাম রফিক

0
84

তৌকির আহাম্মেদ হাসু : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সুবিধা বঞ্চিত এক জনপদে নৌকার মাঝি হয়ে মানুষের সেবা করতে চান, ভাটারা ইউনিয়নের জয়নগর গ্রামের উদীয়মান তরুণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধার সন্তান আলহাজ্ব রফিকুল ইসলাম (রফিক)।

শনিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের জয়নগর বাজার হতে গাবতলী বাজারে ,ফুলবাড়ীয়া,ফুলদহ নয়াপাড়া,শিমুলতলী সহ পৃথক পৃথক স্থানে দলীয় নেতা-কর্মী এবং নতুন প্রজন্মের ভোটার সহ সহ্স্রাাধিক সর্বস্তরের মানুষ সহকারে মোটর সাইকেল যোগে ভোটারদের নিকট সর্মর্থন ও দোয়া কামনা করেছেন।

আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক ভাটারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভাটারা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভাটারা এ আর খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি’র দায়িত্বে পালন করে আসছেন। তিনি অবহেলিত উন্নয়ন বঞ্চিত ভাটারা ইউনিয়নের আলোকিত উদীয়মান সমাজ সেবক।তিনি পেশায় একজন ব্যবসায়ী হয়েও রাজনীতি সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে এলাকার জনগনের চাহিদানুযায়ী তার ইচ্ছা আঙ্খাক্ষা উন্নয়ন ভাবনা নিয়ে “সবাই মিলে সবার ভাটারা” গড়ে তুলতে চান এ মর্মে লিফলেট টানিয়েছেন এলাকাবাসী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ভাটারা ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে চান তিনি।

এ সময় আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে নৌকা প্রতিকের মনোনয়ন দাবী করছি। আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দিলে নতুন প্রজন্মের ভোটার সহ সর্বস্তরের মানুষ আমাকে নির্বাচনে আসার উৎসাহ দিয়েছে।বাংলাদেশ আওয়ামী জামালপুর জেলা শাখা,সরিষাবাড়ী উপজেলা শাখা,ইউনিয়ন শাখা’র সর্মথনে দল আমাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বাধীনতা,গনতন্ত্র ও উন্নয়নের নৌকা প্রতিকের টিকেট দিলে, ভাটারা ইউনিয়নের হাড়িয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে সক্ষম হব। ভাটারা ইউনিয়নের উন্নয়নের ধারা গতিশীল করতে হলে নৌকা প্রতিকের বিকল্প নেই। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত, নৌকার মাঝি হয়ে ভাটারা ইউনিয়নের মানুষের সেবা করতে চাই।

পথসভায় অনান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন লাল চান ফকির,ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুর রহমান মাষ্টার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শামসু রহমান ভুইয়া,জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান শিশির, ইউপি সদস্য সুলতান মাহমুদ প্রমুখ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।