আজ রাতে নিভবে বাতি

0
82

১৯৭১ সালের ২৫ মার্চের বিভীষিকাময় কালরাতের হত্যাযজ্ঞ স্মরণ আজ বৃহস্পতিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। এই ১ মিনিট অন্ধকারে থাকবে পুরো দেশ।

পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার শিকার শহিদদের স্মরণে এ কর্মসূচি পালন করবে সরকার।

এ সময় সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। কেপিআই এবং জরুরি স্থাপনাগুলো ব্ল্যাক আউটের আওতামুক্ত থাকবে।

জানা গেছে, এ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে দুষ্কৃতকারীরা কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করতে না পারে সেজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।