শাল্লায় হিন্দু ধর্মালবম্বীদের বাড়ি- ঘরে হামলার প্রতিবাদে বীরগঞ্জে মানববন্ধন

0
83

রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের বিজয় চত্বরের সামনে কেন্দ্রীয় ঘোষিত উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদ,খ্রিষ্টান এসোসিয়েশন ব্রাক্ষণ সংসদ ও আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সাম্প্রতিকতা রুখো,বীর বাঙালী জাগো’ এই স্লোগানকে সামনে রেখে ২৩ মার্চ -২০২১ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও এ হিন্দু ধর্মালবম্বীদের বাড়ি-ঘরে হামলা , লুটপাটও ধর্মীয় উপসনালায়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টামূলক শাস্তির দাবীতে সভা-সমাবেশে দেড় ঘণ্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা কালীপদ রায়, বীর মুক্তিযোদ্ধা ও হিন্দু – বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি প্রেমানন্দ রায়, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, প্রভাষক রফিকুল ইসলাম উপজেলা হিন্দু- বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী, ত্রাণ ও শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার দাস, রাজা দেবোত্তর ট্রাষ্টের সদস্য বিমল চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মহেশ চন্দ্র রায় চেয়ারম্যান গোপাল চন্দ দেবশর্মা ৭ মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদ বীরগঞ্জ।

সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাইজুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবু সামা মিয়াু, আদিবাসী সমাজ কল্যান সমিতির সভাপতি বাজুন বেশরা, উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ও প্রভাষক প্রশান্ত কুমার সেন,পৌর হিন্দু – বৌদ্ধ – খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রতন ঘোষ পীযুষ, সাধারণ সম্পাদক রতন কুমার সাহা রেন্টু, ব্রাক্ষন সভাপতি কার্তিক ব্যানার্জী , ১০নং মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। এসময় উল্লেখিত সংগঠনগুলির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক রনজিৎ সরকার রাজ মহিলা নৈতি, শিল্পী ঘোস, শেমলি বরর্মন,শুপভা পাল, ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশগ্রহন করেন।