তজুমদ্দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৪ টি মামলা, ১৫জনকে জরিমানা

0
86

মোহাম্মদ তন্ময়,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা তজুমদ্দিনের বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির দায়ে বিভিন্ন দোকানী এবং যাত্রী ও পথচারীদের মাস্ক পরিধান না করায় অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (২৩ই মার্চ) সকালে অভিযানকালে তিনি বিভিন্ন আইনের আওতায় ১৪ টি মামলায় ১৫ জনকে ১১৯০০ টাকা জরিমানা করেন।

এ তিনি সময় করোনার নতুন ধাপ সম্পর্কে সবাইকে সচেতন মূলক প্রচারনা এবং মাস্ক বিতরণ করেন। এছাড়াও আসন্ন রমজানে বাজার অস্থিতিশীল না করা এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করেন। পরে তিনি মানবিক সহায়তা কার্যক্রম এর আওতায় ১০ টাকা মূল্যের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।